হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাঃ হতে বর্ণিত রাসূল সাঃ বলেছেন ঃ ইসলামের ভিত্তি পাঁচটি। ১)এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাঃ তাঁর বান্দা ও রাসূল। ২)নামাজ কায়েম করা। ৩)যাকাত দেয়া।৪) হজ্ব পালন করা। ৫)রমজান মাসে রোযা রাখা। (বুখারী-মুসলিম)
ব্যাখাঃএ হাদিসে ঈমান ও আমল উভয়ের গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহকে রব রাসূল সাঃ কে নেতা হিসেবে গ্রহন করার সাথে সাথেই নামাজ, রোযা, হজ্ব ও যাকাত আদায়ের কথা উল্লেখ করা হয়েছে। মৌখিক স্বীকৃতির সাথে সাথে বাস্তব জীবনে ইসলামী বিধান মেনে চললেই কেবল একজন লোক সত্যিকার মুসলিম হতে পারে।
Leave a comment