মাসআলা-১ঃ হদসে আকবর বা বড় অপবিত্রতা থেকে পাক হওয়ার জন্য গোসল করা ফরজ। হদসে আকবরের কারণ চারটি। (১)বীর্যপাত হওয়া,অর্থাৎ কামোত্তেজনার কারণে বীর্য নিজ স্হানচ্যুত হয়ে শরীরের বাহিরে বের হওয়া।(২)কামোত্তেজনার কারণে বীর্য স্বস্থান হতে আলাদা হওয়ার পরে বিশেষ অঙ্গ থেকে বের হওয়ার সময় যদি উত্তেজনা বিদ্যমান না থাকে তথাপি ও গোসল ফরজ হবে। (৩)গোসলের পরে উত্তেজনাহীন ভাবে পুনরায় বীর্য পাত হলো। (৪) পেশাব করার পরে বিশেষ অঙ্গ দিয়ে উত্তেজনার সহীত বীর্যপাত হলে।
Leave a comment